পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫
মে: এবার ডাক্তারি পরীক্ষা দিতে গিয়ে সাপের ছোবল খেলো এক পরীক্ষার্থী। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুর শহরের রাঙ্গামাটি কিরণময়ী হাইস্কুলে।তড়িঘড়ি পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা যায়, গোপীবল্লভপুরের বাসিন্দা পূর্ণ চন্দ্র সাউ ও মনোরমা সাউ- এর একমাত্র মেয়ে লিপ্সা সাউ। ডাক্তারি নেট পরীক্ষা দেওয়ার জন্য এদিন তিনি গোপীবল্লভপুর থেকে প্রাইভেট গাড়িতে করে এসেছিলেন মা-বাবার সাথে।পরীক্ষা ছিল দুপুর দুটো নাগাদ, কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে লিপ্সা যখন বাথরুমে যায় সেই সময় তাকে সাপে ছোবল মারে। লিপ্সা চিৎকার করে ওঠে এবং সে নিশ্চিত করে যে তাকে সাপে কেটেছে। তড়িঘড়ি সে কাঁদতে কাঁদতে তার মা বাবাকে বলে এবং এই অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে গিয়ে চিকিৎসকরা তার রক্ত পরীক্ষা করান এবং রীতিমতো নজরে রাখেন।