TMC, campaign, jhargram, তীব্র গরমের হাত থেকে বাঁচতে ঝাড়গ্রামে ভোর বেলায় প্রচার তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬: তীব্র গরমে হাঁসফাঁস করছে বাংলা। তার মধ্যেই চলছে লোকসভা নির্বাচনের প্রচার। গরমের হাত থেকে বাঁচার জন্য ভোরের আলো ফুটতেই মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রার্থীর সমর্থনে ভোট চাইছেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি। সোমবার সকালে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের সুয়াবাসা গ্রামে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করা হয়। মূলত লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেই জোর প্রচার করছে তৃণমূল। লক্ষ্মীর ভান্ডার, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের কথা বার বার মানুষের কাছে তুলে ধরছেন সভাধিপতি। রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের ভোট প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। সভাধিপতির সঙ্গে উপস্থিত ছিলেন রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ ঘোষ, রাধানগর অঞ্চলের কিসমত ভারতপুর বুথের তৃণমূলের বুথ সভাপতি বুবাই ঘোষ, কিসমত ভারতপুর সংসদের তৃণমূলের পঞ্চায়েত মিঠুন শবর সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।

ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতির চিন্ময়ী মারান্ডি বলেন, “তীব্র গরমের কারণে সকাল সকাল ভোট প্রচার করা হচ্ছে। কারণ সকলকেই বাড়িতে পাওয়া যাচ্ছে এবং প্রচার করতেও যথেষ্ট সুবিধা হচ্ছে। লক্ষীর ভান্ডার, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী সহ রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার করা হচ্ছে।মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *