আমাদের ভারত, ২ নভেম্বর: ভারত সরকারের প্রতিনিধি হয়ে প্রণব মুখোপাধ্যায়ের পর প্রথম কোনো বাঙালি যিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত জি-২০ ভুক্ত দেশগুলির শিক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একই সঙ্গে ব্রাজিলে ইউনেস্কো দ্বারা আয়োজিত গ্লোবাল এডুকেশন মিটেও যোগ দেন তিনি। এভাবে আন্তর্জাতিক স্তরে এত বড় মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে নিজেকে গর্বিত বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
জি-২০ ভুক্ত দেশগুলির শিক্ষা মন্ত্রীদের বৈঠকে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলা শিক্ষা ব্যবস্থার উন্নতির বিষয়গুলি এবং নয়া জাতীয় শিক্ষানীতির বিষয়গুলি সম্পর্কে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার।
এছাড়াও বৈঠকের ফাঁকে সৌদি আরবের শিক্ষা মন্ত্রী ইউসুফ আলবেনিয়ার সঙ্গেও একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। সে বৈঠকে ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষায় ডিজিটাল প্রযুক্তি এবং
এ আই- এর ব্যবহার। ভারতে অধ্যয়নের মধ্যে দিয়ে দৈত্ব ডিগ্রি প্রণয়ন ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
সৌদি আরবের শিক্ষামন্ত্রী ছাড়াও ব্রাজিলের শিক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই বৈঠকেও ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষা,আধুনিক শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ব্রাজিলের মধ্যে দ্বৈত সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।
তবে এই জি-টোয়েন্টি বৈঠকে যোগ দিতে গিয়ে সুকান্ত মজুমদারের আরো একটি বড় পাওনা ইউনেস্কো দ্বারা আয়োজিত গ্লোবাল এডুকেশন মিটেও যোগ দিতে পারার সুযোগ। সুকান্ত মজুমদার এই আলোচনায় ভারতের শিক্ষার অগ্রগতি, জাতীয় শিক্ষা নীতি, শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিষয়ে বক্তব্য রাখেন। সর্বোপরি ভারত সরকারের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক আলোচনা সভায় অংশ নিতে পেরে গর্বিত বলে জানিয়েছেন তিনি।
ব্রাজিলে গিয়ে সুকান্ত মজুমদারের স্টুটেড বুটেড লুক সোশ্যাল মিডিয়ায় বেশ সমাদৃত হয়েছে। বৃহস্পতিবার থেকেই এমনই একাধিক ছবি ভিডিও সামনে এসেছে তাঁর। সাধারণত পায়জামা, পাঞ্জাবি, উত্তরীয়তেই তাকে দেখতে অভ্যস্ত বাংলার মানুষ। কিন্তু বাঙালিবাবু এখন আন্তর্জাতিক মঞ্চে। দেশের প্রতিনিধি তিনি। তাই পরিবেশের সাথে মানিয়ে তাঁর নিউ লুক ধরা পড়েছে ব্রাজিলে। শপথ নেওয়ার দিনও বাঙালিবাবু সেজে ধুতি-পাঞ্জাবি পরে শপথ নিয়েছিলেন তিনি। দিল্লিতে নিজের দপ্তরে কিংবা রাজনৈতিক কর্মসূচি সব জায়গাতেই সাধারণ পায়জামা- পাজাবিতেই দেখা যায় তাঁকে। তার মধ্যে থেকে কোর্ট- প্যান্ট- টাইতে তাঁর এই লুক প্রশংসাই কুড়িয়েছে।