Sukanta, BJP, এবার কোনো পুজোর উদ্বোধন করবেন না সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৫ অক্টোবর: তিনি মর্মাহত। তিনি ভারাক্রান্ত। তিনিও মেয়ের বাবা। আর জি করের পর জয়নগরের ঘটনা মেনে নিতে পারছেন না। তাই এবার কোনো পুজো উদ্বোধন করবেন না কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিজেই।

একাধিক বারোয়ারি পুজোর উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু তিনিও তো মেয়ের বাবা। অভয়ার পর বিজয়া। একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। বিচার হচ্ছে না। মন ভারাক্রান্ত, তাই আর কোনো পুজোর উদ্বোধন করবেন না। আর এভাবেই নারী নিরাপত্তায় রাজ্যের ব্যর্থতার প্রতিবাদ জানাবেন সুকান্ত মজুমদার।

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর জয়নগরে ১০ বছরের বালিকার একই পরিণতি হলো। এই অবস্থায় শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো পুজো উদ্বোধন করবেন না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, এই দেবী পক্ষ স্বস্তির নয়। প্রথমত অভয়ার বিচার এখনো হয়নি। তাই মন ভারাক্রান্ত। অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদের বাঁচানোর চেষ্টা হয়েছে, তার জন্য মানুষের মধ্যে আক্রোশ আছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের ওপর রুষ্ট। দেবী পক্ষের মধ্যে জয়নগরের বিজয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি, আমি কোনো পুজোর উদ্বোধন করবো না। বহু জায়গায় বারোয়ারি পুজো আমার উদ্বোধন করার কথা ছিল। আমি মন্ডপে যাব, কিন্তু কোনো পুজো উদ্বোধন করব না। আমি এভাবেই প্রতিবাদ জানাবো। ঠাকুরের কাছে প্রার্থনা করব, যে সরকার মায়েদের নিরাপত্তা দিতে পারে না তাকে উৎখাত করো।” তিনি বলেন, নারী সুরক্ষার ক্ষেত্রে রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুকান্ত মজুমদার জানান, সব ঠিকঠাক থাকলে আগামীকাল জয়নগরে যাবেন। তাঁর কথায়, “এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত। জয়নগরের ঘটনার বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত। জয়নগরের ঘটনা কোনো সাধারণ ঘটনা বা খুনের ঘটনা নয়। এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা। অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা। নারী সুরক্ষায় এ রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করে সরে যাওয়া উচিত। বিবেকের তাড়নায় এবার আমি কোথাও পুজো উদ্বোধন করতে যাব না বলে ঠিক করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *