আমাদের ভারত, ২৩ নভেম্বর: উপনির্বাচনের ফলাফলে কার্যত সবুজ ঝড় উঠেছে। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মাদারিহাটেও পরাজিত হয়েছে পদ্মশিবির। চা বলয়ে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই আবহেও সুকান্ত মজুমদার দাবি করেছেন, ২৬- এর বিধানসভায় পদ্ম শিবিরই ক্ষমতায় আসতে চলেছে রাজ্যে।
উপনির্বাচনের ফলাফল সম্পর্কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটাই এ রাজ্যের ট্রেন্ড। উপনির্বাচনে এই ধরনের ফল হতেই পারে। কিন্তু ২৬-এ বাংলায় ক্ষমতায় আমরাই আসবো। উদাহরণস্বরূপ একটা কথা বলি, কালিয়াগঞ্জ উপনির্বাচন যদি দেখেন, সেখানে আমরা হেরেছিলাম। ২০১৯- এ লোকসভা নির্বাচনে জেতার পর উপনির্বাচনে ওখানে হেরেছিলাম, অথচ সেই কালিয়াগঞ্জে ২০২১- এর নির্বাচনে বিপুল ভোটে জিতেছি। ২০২৪- এর লোকসভা নির্বাচনেও জিতেছি। ২০২৬- এর বিধানসভা নির্বাচনেও জিতব।” তাঁর মতে, উপনির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে ফারাক রয়েছে।
যদিও সুকান্ত মজুমদারের মন্তব্যের পাল্টায় কুণাল ঘোষ বলেছেন, উনি অলীক স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতে বাধা দেব কেন? বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন।