Sukanta, Home Ministry, বিক্ষোভের মুখে সুকান্ত, রাজ্যের কাছে রিপোর্ট তলব করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক

আমাদের ভারত, ২ জুলাই: বজবজে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এবার এই কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করতে স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিল লোকসভার সচিবালয়। বুধবার এই সংক্রান্ত চিঠি পেশ করা হয়েছে বিজেপি-র রাজ্য মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে।

গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এসপি, এসডিপিও-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনায় এর আগে, গত ২০ জুন লোকসভার স্পীকার ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

সেদিনের সেই ঘটনা সংসদের মর্যাদার লঙ্ঘন বলে উল্লেখ করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি গোটা ঘটনাকে সংসদীয় অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি।

এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন সুকান্তবাবু। তিনি ‘X’-এ লেখেন— “পুলিশ কোনও প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়নি। হামলার সময়ও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *