আমাদের ভারত, পশ্চিম বর্ধমান, ১ অক্টোবর:মঙ্গলবার আসানসোলে আচমকাই চলন্ত পুলকারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অল্পের জন্য প্রাণে বাঁচল বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা।
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, ওই পুলকারে ৮ জন স্কুল পড়ুয়া ছিল। প্রাণে বেঁচেছেন পুলকার চালকও। আসানসোলের জিটি রোডের কাঁকড়শোল এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, এদিন সকালে কুলটির নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল একটি পুলকার।
আসানসোলের জিটি রোডের কাঁকড়শোল এলাকায় পুলকার থেকে হঠাৎই ধোঁয়া বেরতে শুরু করে। তা দেখে পুলকার চালক গাড়ি থামিয়ে দেন। তিনিই তৎপরতার সঙ্গে পুলকার থেকে পড়ুয়াদের নামিয়ে দেন। এর কিছুক্ষণের মধ্যে পুলকারে আগুন ধরে যায়।
ঘটনায় উদ্বিগ্ন পড়ুয়ার অভিভাবকরা। পুলকারের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।