আমাদের ভারত, ৩০ সেপ্টেম্বর: দুর্গা পুজোর অনুদান নিলে পুজো মণ্ডপে লাগাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এমনই নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী। তৃণমূল বিধায়ককের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এভাবে ভাবমূর্তি রক্ষা করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শীঘ্রই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন দেবে।
সুকান্ত মজুমদার তৃণমূল বিধায়কের বক্তব্যের ভিডিও পোস্ট করে লিখেছেন, “সরকারি মঞ্চে দাঁড়িয়ে পুজো উদ্যোক্তাদের প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন ভাতারের তৃণমূল বিধায়ক। সরকারি অনুদান নিলে পূজা মন্ডপে নাকি মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতেই হবে। না হলে টাকা ফিরিয়ে দিতে হবে উদ্যোক্তাদের।” তিনি আরও লিখেছেন,
“রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শ, এবার অন্তত আত্মপ্রচার থেকে বিরত থাকুন মুখ্যমন্ত্রী।”
কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “অভয়ার নৃশংস হত্যাকাণ্ড থেকে শুরু করে রাজ্যের সমস্ত প্রান্তে মহিলাদের ওপর বর্বরোচিত নির্যাতনের ঘটনায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তাতে এভাবে ভাবমূর্তি রক্ষা করা সম্ভব নয়। নিশ্চিন্ত থাকুন শীঘ্রই নারী নির্যাতনকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন নিশ্চিত করবেন বাংলার মানুষ।”
প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের ভাতারে মঞ্চ বেঁধে পুজো কমিটিগুলিকে পুজোর অনুদান দেওয়ার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী পুজোর জন্য যে টাকা দিচ্ছেন তার জন্য তার ছবি যেন প্রতিটি প্যান্ডেলে টাঙানো থাকে। এটা কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা। এটা সরকারের টাকা। মুখ্যমন্ত্রী সরকারের লোক। অনেকে টাকা নিচ্ছেন অথচ মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না, এটা খুব বাজে জিনিস। না হলে আপনারা টাকাটা নেবেন না। আপনাদের যদি মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে অসুবিধা হয় তাদের টাকাটা না নেওয়াই ভালো। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। অনেক ক্লাব টাকা নিচ্ছে না, আপনারা নেবেন না।