আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে:কারখানার কর্মরত এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর প্রেক্ষিতে শুক্রবার এসইউসিআই (কম্যুনিস্ট)-এর পক্ষ থেকে ক্ষতিপূরণ ও অন্যান্য দাবিতে খড়্গপুর লোকাল থানায় ৪ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
গত ২৯ মে রাতে খড়্গপুর শহরের উপকণ্ঠে গ্রামীণ এলাকার রশ্মি মেটালিক্স কারখানায় কর্মরত অবস্থায় বেশ উঁচু থেকে পড়ে মৃত্যু হয় রাহুল কুমার নামে ৩৭ বছর বয়সের এক কারখানার ঠিকা শ্রমিকের। প্রতিবাদী শ্রমিক নেতা গৌরীশঙ্কর দাস অভিযোগ করেন, “এ ঘটনা আবারও প্রমাণ করে, কারখানার মালিকরা অতি মুনাফার স্বার্থে প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া শ্রমিকদের যে কোনো কাজ করতে বাধ্য করে।”
স্মারকলিপিতে লেখা হয়েছে-
১। মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা দিতে হবে।
২। মৃত শ্রমিকের পরিবারের একজনকে স্থায়ী চাকরি দিতে হবে।
৩। প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া শ্রমিকদের দিয়ে কাজ করানো যাবে না।
৪। রেশমি মেটালিক্স কারখানার ভয়াবহ দূষণ বন্ধ করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।