BJP, kharda, বিজেপি কর্মী পিন্টু পালের বাড়ির সামনে থেকে উদ্ধার একটি সাদা থান কাপড় ও বোমা, চাঞ্চল্য খড়দায়

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ মে:আগামীকাল অর্থাৎ শনিবার দমদম লোকসভার ভোট। তার আগে খড়দা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি কর্মী পিন্টু পালের বাড়ির সামনে একটি সাদা থান কাপড় ও কালো প্লাস্টিকের মধ্যে একটি বোম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোম রেখে ভয় দেখাবার চেষ্টা করেছে বলে অভিযোগ। ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ভোটের আগে এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

বুথ সভাপতি পিন্টু পালের অভিযোগ, গত ২০২১ সালেও বুথ সভাপতি ছিলাম। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার ওপর আক্রমন করেছিল। তিন দিন বি এন বোস হাসপাতালেও ভর্তি ছিলেন। তাঁর আরও অভিযোগ, গতকাল রাতে ঘুমিয়েছিলাম। হয়তো সেই সময় কেউ এই ঘটনা ঘটিয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের সামনে একটা সাদা থান ও তার ওপর একটি বোম রেখে দিয়ে গেছে। পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে গেছে। পিন্টু পালের দাবি, এতে করে তার সাহস আরও বেড়ে গেল। তিনি আগামীকাল বুথেও বসবেন বলেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *