পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ মার্চ:
আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ১৯টি প্রদেশ ও ৩টি কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৫১টি কেন্দ্রে
এসইউসিআই (কমিউনিস্ট) দল প্রতিদ্বন্দ্বীতা করবে বলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ আজ বিকেলে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানান।
প্রভাসবাবু সাংবাদিক সম্মেলনে বলেন, বুর্জোয়া শ্রেণির স্বার্থরক্ষাকারী জাতীয় কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সহ জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে এবং ক্ষমতালোভী মেকি সিপিএম’এর সুবিধাবাদী নীতির বিরুদ্ধে বামপন্থী আন্দোলনের যথার্থ শক্তি এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রার্থীদের সমর্থন করে গরিব মানুষের আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান। উনি বলেন, পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রেই আন্দোলনে পরিক্ষীত নেতাদের প্রার্থী করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দলের জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য তথা বিভিন্ন গণআন্দোলনের নেতা নারায়ণ চন্দ্র নায়ককে। কাঁথি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মানস প্রধানকে। এক প্রশ্নের উত্তরে নারায়ণবাবু গরির, মধ্যবিত্ত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বাঁচার দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে লোকসভার অভ্যন্তরে পৌঁছে দিতে দলের সমস্ত প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান।