SUCI, Tamluk, বার বার হওয়া ট্রেন দুর্ঘটনা, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের দুর্নীতির বিরুদ্ধে তমলুকে বিক্ষোভ এসইউসিআই’য়ের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর, ১৮ জুন: সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET-এ ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ একাধিক ট্রেনে বার বার দুর্ঘটনায় শত-শত মানুষের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং ব্যাপক দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সকালে তমলুকের হাসপাতাল মোড়ে বিক্ষোভ মিছিল করে এসইউসিআই (কমিউনিস্ট)। হাসপাতাল মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ সহ মোড় সংলগ্ন এলাকায় দাবি সম্বলিত ব্যানার পোস্টার সহযোগে বিক্ষোভ মিছিলে অংশ নেয় দলের কর্মীরা। পরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায়, জেলা সম্পাদক মন্ডলীর সদস্যা শীলা দাস, জেলা কমিটির সদস্য অনুপ মাইতি, শম্ভু মান্না প্রমুখ।

জ্ঞানানন্দ রায় বলেন, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি প্রকাশ পেয়েছে তা ভারতবর্ষের লজ্জা। অথচ কেন্দ্রের শাসক দল বিজেপি এ রাজ্যে শিক্ষা ও নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলনের নামে খেলা করছে। সাথে সাথে ট্রেন দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একদিকে বন্দে ভারতের নাম করে বিজ্ঞাপন আর অন্যদিকে সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। আবার ব্যাপক মূল্যবৃদ্ধিতে জনসাধারণের নাভিশ্বাস উঠছে। এর বিরুদ্ধে আজ আমরা তমলুকে বিক্ষোভ মিছিল করেছি। আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *