Bomb, Nandigram, নন্দীগ্রামে টিন ভর্তি বোমা উদ্ধার, শুরু রাজনৈতিক চাপানউতর

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ জুন: নন্দীগ্রামে টিন ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা ঘিরে শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে
চাপানউতোর।

নন্দীগ্রাম বিধানসভার দাউদপুর গ্রাম পঞ্চায়েতের শইফুল্লা চকে পান বরজের পাশে একটি টিনে মধ্যে বোমে পাওয়া যায়। টিনটিতে তৃণমূলের পতাকা বাধা ছিল। তাই গ্রামবাসীরা সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দীগ্রামে লোকসভা ভোটে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য এই বোমা মজুত রেখেছিল। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বিজেপি তৃণমূলের উপর দোষ চাপানোর জন্য নিজেরাই ইচ্ছাকৃত ভাবে তৃণমূলের পতাকা জড়িয়ে বোমা রেখে গেছে। ফলে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

একটি পান বরজে কয়েকজন শ্রমিক আজ যখন কাজ করছিল, হঠাৎ একটি টিনের মধ্যে তারা বোমা দেখতে পায়। তখন সঙ্গে সঙ্গে বরজের মালিককে খবর দেয়। ওই পান বরজের মালিক এক স্থান থেকে অন্য স্থানে বোমার টিনটাকে সরিয়ে দেয়। খবর দেওয়া হয় স্থানীয় সিভিক ভলান্টিয়ারকে। পরে নন্দীগ্রাম থানার পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার এসে বোমা ভর্তি টিনে জল ঢেলে টিনটি থানায় নিয়ে চলে যায় এমনটাই জানাগেছে স্থানীয় সূত্রে।

পুলিশ অবশ্য বোম পাওয়ার কথা স্বীকার করলেও বেশি কিছু বলতে রাজি হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে। ভোট পরবর্তীতে নন্দীগ্রামে এই বোমা পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *