পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১০ ডিসেম্বর: ৮ দফা দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত বল্লুক ১ গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে আজ দুই শতাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি জমা দেন। এসইউসিআই(কমিউনিস্ট) দলের নোনাকুড়ি আঞ্চলিক কমিটির ডাকে এই বিক্ষোভ। ডেপুটেশনের কর্মসূচিতে নেতৃত্বে দেন আঞ্চলিক কমিটির সম্পাদক বাসুদেব সামন্ত, সোমনাথ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আট দফা দাবিগুলি হলো- প্রকৃত ও যোগ্য প্রাপকদের আবাস যোজনার ঘর সহ সমস্ত বয়স্ক ব্যক্তিদের বার্ধক্য এবং বিধবা ভাতা প্রদান, সোয়াদিঘি সহ সমস্ত নাসা খাল ও ভগ্নপ্রায় রাস্তাগুলি দ্রুত সংস্কার, পঞ্চায়েত ট্যাক্স বৃদ্ধির বিরোধীতা, এলাকায় মদ ও লটারি বন্ধে কার্যকরী ভূমিকা নেওয়া।
সভায় বক্তারা বলেন, আবাস যোজনায় এখনো অনেক যোগ্য প্রাপকের নাম নথিভুক্ত করা হয়নি। কিছু জনের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম আছে তালিকায়। দীর্ঘদিন ধরে নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও বয়স্কদের বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা দেওয়া হচ্ছে না। সোয়াদিঘি খাল নভেম্বর মাস থেকে কাটার কথা থাকলেও আজ পর্যন্ত কাজ শুরু হয়নি। এখনই কাজ শুরু না করলে বর্ষার আগে কাজ সম্পূর্ণ হবে না। পঞ্চায়েত ট্যাক্সে বৈষম্য দূর করা এবং মদ ও লটারি বন্ধে কার্যকরি ভূমিকা নেওয়ার দাবিও জানানো হয়।