Sukanta, BJP, চারদিনে কলকাতা দখল! বাংলাদেশের সেনার জন্য সিভিক ভলান্টিয়ার যথেষ্ট, পাল্টা দিলেন সুকান্ত

আমাদের ভারত, ১০ ডিসেম্বর: চারদিনের মধ্যে কলকাতা দখল করা হবে বলে হুমকি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানরা। এই হুমকির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রসঙ্গে বাংলাদেশের সেনাকে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দিল্লিতে এখন সংসদে শীতকালীন অধিবেশন চলছে। তার মাঝেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, বিষয়টি নিয়ে আমরা ভাবিতো নয়। ওদের অর্থাৎ বাংলাদেশের সেনাদের মোকাবিলা করার জন্য আমাদের সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, বাংলাদেশের কিছু পাবলিক আছে যারা ধর্মীয় উন্মাদনার কারণে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো বলে ধারণা তৈরি করার চেষ্টা করেছে। সুকান্ত মজুমদারের কথায়, ভারত হলো বিশ্বের চতুর্থ সৈন্য শক্তিধর দেশ। কতগুলো যুদ্ধ বিমান আছে এগুলো যারা জানে না ওরা, মুর্খের স্বর্গে বাস করছে যারা তারাই এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চাইছে।

ইতিমধ্যে সীমান্ত অবরোধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার সুখবর মনে হতে পারে। কিন্তু পেটে যখন ভাত জুটবে না, দৈনন্দিন জিনিসপত্রের দাম যখন আকাশছোঁয়া হবে তখন উন্মাদনা বেরিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *