পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬
আর জি কর কাণ্ডে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ১৪ আগস্ট রাতে পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব চালানোর প্রতিবাদে আজ এসইউসিআই- এর ডাকা ধর্মঘট সফল হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। আর এই ধর্মঘট সফল হওয়া প্রসঙ্গে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে দলের জেলা কার্যালয় মেচেদার ক্ষুদিরাম ভবনে দুপুরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক প্রণব মাইতি, সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, মধুসূদন বেরা, সুব্রত দাস, জেলা কমিটির সদস্য স্বপন জানা প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে প্রণব মাইতি বলেন, এসইউসিআই (কমিউনিস্ট) দলের আহ্বানে আজ ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সকাল ছ’টা থেকেই শুরু হয় বিভিন্ন স্থানে পিকেটিং। ছয় নম্বর জাতীয় সড়কে মুম্বাই রোডের দেউলিয়ায় সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এছাড়াও ১১৬ বি জাতীয় সড়কের রামতারক ও নিমতৌড়ী, হলদিয়া-মেছেদা রাজ্য সড়কে মেচেদার পাঁচ মাথার মোড়, তমলুকের মাণিকতলা, হাসপাতাল মোড়, নোনাকুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা।
এছাড়াও পাঁশকুড়া, ভোগপুর, ময়না, নন্দীগ্রাম, মহিষাদল, চন্ডীপুর, হলদিয়ার দুর্গাচক, চৈতন্যপুর প্রভৃতি স্থানে পিকেটিং করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সকাল থেকেই ছিল শুনশান। বেসরকারি বাস চলেনি বললেই চলে। ট্রেন চললেও যাত্রীর সংখ্যা ছিল খুবই নগণ্য। অধিকাংশ দোকানপাট, হাটবাজার, স্কুল কলেজ ছিল বন্ধ। তমলুক জেলা আদালতেও আজ কোনো কাজ হয়নি। জেলা ও ব্লক অফিসগুলিতেও উপস্থিতির হার ছিল খুবই কম। অনেক জায়গায় সাধারণ মানুষকে ধর্মঘটের সমর্থনে এগিয়ে আসতে লক্ষ্য করা গিয়েছে।
সারা জেলাজুড়ে জনতার সাধারণ ধর্মঘট সফল করবার জন্য আমরা পূর্ব মেদিনীপুর জেলাবাসীকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এরপরও যদি রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দেন দলের জেলা নেতৃত্ব।