৪৯ তম রাজ্য যোগাসনে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের সাফল্য

সাথী দাস, পুরুলিয়া, ১৭ আগস্ট: ৪৯ তম রাজ্য যোগাসন প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই পুরুলিয়া ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশন দারুণ সাফল্য পেল। মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে এবার এই যোগাসন প্রতিযোগিতার আসর বসে। ১২ থেকে ১৫ আগস্ট চলা প্রতিযোগিতায় এই প্রথম সরকারিভাবে ও অনুমোদিত সংস্থা হিসেবে অংশগ্রহণ করে বাজিমাত করল পুরুলিয়ার এই সংস্থা। পাঁচজন প্রতিযোগী সাফল্য অর্জন করে। অন্যান্য খেলোয়াড়রাও যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখায় বলে জানান, সংস্থার সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার। তিনি আরও বলেন, “প্রথমবার অংশ নিয়ে এই সাফল্য তাঁদেরকে উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। আগামী দিনে আরও বেশি সাফল্য আসবে।”

সফল প্রতিযোগিরা হলেন, ছেলেদের (৩০ থেকে ৩৫ বছর) কাশীপুরের বাসিন্দা সঞ্জীব মিশ্র ষষ্ঠ স্থান, পুরুলিয়া শহরের প্রিয়া বিশ্বকর্মা তাঁর (১৮ থেকে ২১ বছর) বিভাগে ষষ্ঠ স্থান পান। এছাড়া ১০ বছরের কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে অংশ গ্রহণ করে শ্রেয়া কান্দু। সে (রিদিম) বিভাগে তৃতীয় স্থান অর্জন করে। ঝালদার বাসিন্দা আর্টিস্টিক পেয়ার হিসেবে প্রতাপ চন্দ্র ও বিশাল কান্দু তৃতীয় স্থান অধিকার করেন। জেলা দলের প্রশিক্ষক ছিলেন ফটিক ধীবর ও এবাদুল হক হালদার (ময়না), ম্যানেজার হিসেবে ৫০ জনের দলের ম্যানেজার ছিলেন ধীরাজ রজক। প্রসঙ্গত, এই প্রতিযোগিতা থেকে জাতীয় প্রতিযোগিতার জন্য বাছাই পর্ব চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *