আমাদের ভারত, ১৭ আগস্ট: “মথুরা শাহি ইদগাহ মসজিদে জন্মাষ্টমীর পুজো করতে দেওয়া হোক”, এই দাবি জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রক্ত দিয়ে চিঠি লিখলেন অখিল ভারত হিন্দু মহাসভার এক সদস্য। তার দাবি শাহী ইদগাহ মসজিদ যেখানে তৈরি করা হয়েছে সেটাই শ্রীকৃষ্ণের প্রকৃত জন্মস্থান।
জানা গেছে, অখিল ভারত হিন্দু মহাসভার ওই সদস্যের নাম দীনেশ শর্মা। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি দাবি করেছেন, যে স্থানে শাহি ইদগাহ মসজিদ তৈরি হয়েছে সেখানেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই জন্মাষ্টমীর দিনই ব্রজবাসীকে সঙ্গে নিয়ে ওই মসজিদ এলাকাতেই পুজো করতে চান তিনি।
চিঠিতে দীনেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে হিন্দু দেবতা হনুমানের অবতার হিসেবে উল্লেখ করেছেন। কিছুদিন আগেও অখিল ভারত হিন্দু মহাসভা সদস্য দীনেশ শর্মা শাহী ইদগাহ মসজিদকে শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে দাবি করে আদালতে মামলা করেছিলেন। সেই সময় তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন, তাদের মসজিদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হোক, যাতে শ্রীকৃষ্ণের পবিত্র জন্মভূমিকে গঙ্গা ও যমুনার জল দিয়ে অভিষেক করতে পারেন।
আর এবার নন্দ গোপালের পুজো করতে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি। চিঠিতে দীনেশ শর্মা লিখেছেন, শাহী ইদগাহ মসজিদে পুজোর অনুমতি না দেওয়া হলে তাকে যেন মৃত্যুবরণের অনুমতি দেওয়া হয়। কারণ শ্রীকৃষ্ণের জন্মস্থানে পুজো করতে না পারলে তার জীবন বৃথা হয়ে যাবে।