Suvendu, BJP, পশ্চিম মেদিনীপুর পুলিশের বিরুদ্ধে পোলিং এজেন্টদের ধমকানো ও অবৈধভাবে আটকের অভিযোগ শুভেন্দু অধিকারীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: রাত পোহালেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার এবং শালবনি ও পিড়াকাটা থানার ওসি সহ কিছু পুলিশের সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ভোট লুট, সন্ত্রাস, পোলিং এজেন্টদের ধমকানো এবং অবৈধভাবে আটক করা হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি দলীয় কার্যালয় সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তাঁর মোবাইলে পুলিশি নির্যাতনের ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টির ১জন শক্তিকেন্দ্র প্রমুখ এবং ২জন মন্ডল সহসভাপতি সহ তিন জনকে শালবনি থানার পুলিশ অবৈধ এবং অনৈতিকভাবে আটক করে রেখেছে। তিনি অভিযোগ করেছেন, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে না হলে চাকরি চলে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে। ধেরুয়া, চাঁদড়া, কাশিজোড়া প্রভৃতি এলাকাতে বিজেপি কর্মীদের পুলিশ ধরপাকড় করছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *