পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: রাত পোহালেই রাজ্যের ৬টি বিধানসভার উপ নির্বাচন। এর মধ্যে রয়েছে মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। মেদিনীপুর কলেজে ডিসিআরসি সেন্টারে চলেছে নির্বাচনের প্রস্তুতি। এখান থেকে এই বিধানসভার ৩০৪টি ভোট কেন্দ্রে রওনা দেবে ভোট কর্মীরা। সকাল থেকেই সেই তৎপরতা চোখে পড়েছে।
এক নজরে মেদিনীপুর বিধানসভা-
মোট ভোটার ২৯১৬৪৩ জন।
মহিলা ভোটারের সংখ্যা- ১৪৮১০০ জন।
পুরুষ ভোটারের সংখ্যা- ১৪৩৫৪২ জন।
তৃতীয় লিঙ্গের ভোটার-১জন।
৮৫ ঊর্ধ্ব ভোটার-২৬০৭ জন।
বিশেষ ভাবে সক্ষম-(PWD)ভোটার-৭৮২জন। হোমভোটার -৩৩৮৯। মোট ভোট গ্রহণ কেন্দ্র- ৩০৪টি। এর মধ্যে
শালবনীতে- ৮৩টি। মেদিনীপুর সদরে- ২২১টি।
মোট প্রার্থীর সংখ্যা- ৫ জন। সেক্টর মোবাইল- ২৫টি
মেদিনীপুর বিধানসভার মধ্যে রয়েছে তিনটি থানা।
শালবনী, কোতোয়ালি, গুঁড়ি পাল,পিড়াকাটা ফাড়ি। সদর ব্লক, শালবনী এই দুটি ব্লক ও মেদিনীপুর পৌরসভার ২৫টি ওয়ার্ড রয়েছে এই বিধানসভায়।
শালবনী ব্লকের ৫টি পঞ্চায়েত, সদর ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েত ও মেদিনীপুর পৌরসভার ২৫টি ওয়ার্ড নিয়ে এই মেদিনীপুর বিধানসভা।