করোনার জন্য বিজেপি বড়ো জমায়েত করবে না, জানালেন সাংসদ সুভাষ সরকার

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ মার্চ: করোনার আতঙ্কে পুরভোটের প্রচারেও দাড়ি রাজ্য বিজেপির। দলের সাংসদ ড: সুভাষ সরকার বলেন, বড়ো জমায়েতের উপর নিষেধ করছি। বর্তমানে কলকাতা সহ গোটা রাজ্যে সিএএ নিয়ে বাড়ি বাড়ি প্রচার চলছে। সেই প্রচারে বিজেপি বেশি জমায়েত রাখছে বলে দাবি করেন বাঁকুড়ার সাংসদ। পাশাপাশি বিজেপির প্রচারেও করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। যাতে মানুষ অহেতুক আতঙ্কে না ভোগেন বিজেপি কর্মীরা সেই পরামর্শও দিচ্ছেন বলে জানান সুভাষ সরকার।

করোনা রুখতে রাজ্য সরকারের কাছে কয়েকটি দাবিও জানান তিনি। চিকিৎসক নেতা বলেন, আপাতত রাজ্যের সিনেমা হলগুলি বন্ধ রাখুক রাজ্য সরকার। এছাড়াও সমন্ত বড় ধরনের জমায়েত কটাদিন রাজ্য নিয়ন্ত্রন করুক। তাহলে কিছুটা মারণ রোগের ভাইরাস আটকানো সম্ভব হবে বলে জানান বাঁকুড়ার বিজেপি সাংসদ। পাশাপাশি রাজ্য সরকারের উচিত করোনার জন্য জেলা হাসপাতাল গুলিকে তৈরি রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *