নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ মার্চ:
করোনার আতঙ্কের তোয়াক্কা না করে পুরভোটের প্রচারে কলকাতায় দাপিয়ে প্রচার করলেন বঙ্গ বিজেপির নেতারা। গত সোমবার কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপিকে নির্দেশ দিয়েছিল পুরভোটের আগে শহরে টানা সিএএ নিয়ে প্রচার করতে। কেন্দ্রীয় নেতৃত্বর থেকে নির্দেশ পাবার পরেই শুক্রবার থেকে কলকাতায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সিএএ নিয়ে প্রচারে নামেন রাজ্য বিজেপির নেতারা।
শনিবার সকলে উত্তর কলকাতার জোঁড়াসাকো বিধানসভার ২৩ নং ওয়ার্ডে প্রচার সারেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। কলকাতায় দলের বিধায়ক মনোজ টিগ্গা, স্বাধীন সরকার, জুয়েল মুর্মুরা দাপিয়ে প্রচার করেন। বেহালায় প্রচার করেন বিধায়ক সব্যসাচী দত্ত। দলের সেলিব্রেটি মুখ কাঞ্চনা মৈত্র, অগ্নিমিত্রা পালরাও এদিন প্রচারে নামেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জি ও রাজু ব্যানার্জি সিএএর সমর্থনে প্রচার করেন।
রাজ্য বিজেপি সূত্রের খবর, পুরভোটের দিন ঘোষণা না হওয়া পর্যন্ত কলকাতায় এইভাবেই নিজেদের সর্বশক্তি দিয়ে সিএএর প্রচার করবেন রাজ্য বিজেপির নেতারা। সংখ্যালঘু এলাকায় মাফুজা খাতুনকে বেশি করে প্রচারে নামানোর কথা হয়েছে। মাইনরিটি মোর্চার সভাপতি আলি হোসেন, বাদশা আলমরাও রাজাবাজার,পার্কসার্কাস,
মেটিয়াবুরুজে প্রচার করবেন আগামী কয়েকদিন।
তবে বিজেপি নেতাদের প্রচারে করোনার আতঙ্ক কোনও মতেই থাবা বসাতে পারেনি। বরং সুভাষ সরকারের মতো দলের সাংসদের কথায়, করোনা নিয়েও আমরা মানুষকে সতর্ক করবো। দলের প্রচারের পাশাপাশি মানুষকে করোনা নিয়ে সচেতন করাও রাজনৈতিক দলগুলির কর্তব্য। আমরা সেই কাজ করতে রাজি বলে এদিন দলের রাজ্য সদর দফতরে জানান বিজেপির চিকিৎসক নেতা সুভাষ সরকার।