আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ জানুয়ারি: ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আরও স্বনির্ভর করতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। জলপাইগুড়ি সাব ডিভিশন এলাকার ব্যাঙ্ক কর্তৃপক্ষের একাংশ, আবেদনকারীদের ঋণ দিতে টালবাহানা করছে বলে অভিযোগ উঠছে। এরকম অভিযোগ পেয়ে শুক্রবার বিভিন্ন ব্যাঙ্কে হানা দিলেন খোদ সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসায়ীরা এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন৷ তবে ব্যবসার প্রয়োজনীয় নথি জমা করে ঋণের জন্য আবেদন করতে হবে বলে দাবি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়ার নির্দেশ দিলেন মহকুমাশাসক। অন্যদিকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্র- ছাত্রীদের ঋণ দিতে বলা হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।