NCW, Islampur, ইসলামপুরে আক্রান্তদের কাছে এনসিডব্লু প্রতিনিধিরা

আমাদের ভারত, ১০ জানুয়ারি: ইসলামপুরের ভাবানিয়া গ্রামে আক্রান্ত মহিলাদের সঙ্গে শুক্রবার দেখা করেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা (এনসিডব্লু)। প্রতিনিধিরা পরিস্থিতি জানার চেষ্টা করেন।

৩১ ডিসেম্বর ২০২৪-এ দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ঘটে। একটি বড় দল ঈদগাহের পাশে বসবাস করতেন এরকম একটি হিন্দু পরিবারের উপর আক্রমণ চালায়। পরিবারের চারজন মহিলা সদস্য আক্রান্ত হন। এক গর্ভবতী মহিলাকে নির্মমভাবে মারধর করা হয়, তাঁকে হাসপাতালে সন্তান প্রসব করতে বাধ্য করা হয়।

এনসিডব্লু আসার খবর পেয়ে, স্থানীয় বিধায়ক ও পুলিশের সহায়তায় দুষ্কৃতীরা পরিবার এবং স্থানীয়দের হুমকি দেয় বলে অভিযোগ। প্রতিনিদি দলে ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাঃ অর্চনা মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *