আমাদের ভারত, ৯ এপ্রিল: “কসবায় ডিআই অফিসে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ওপর লাঠি মানা যায় না।” বুধবার সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ, পশ্চিমবঙ্গর (বিদ্যালয় শিক্ষা) রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামাণিক।
তিনি জানিয়েছেন, “আজ রাজ্যের সমস্ত ডি আই অফিসে চাকরিহারা যোগ্য শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি গ্রহণ করলে কলকাতার কসবায় শিক্ষকদের ওপর পুলিশ বর্বরোচিত ভাবে আক্রমণ করে, গলা ধাক্কা দেয়, লাথি মারে, এমনকি লাঠিও চালায়। আজ নিজেদের চাকরি বাঁচাতে শিক্ষকদের এই পরিণতি মানা যায় না, এর তীব্র নিন্দা করছি।”
প্রসঙ্গত, এদিন কসবা কান্ডে পুলিশের সাফাইয়ের জেরে ক্ষোভে প্রকাশ্যেই ফেটে পড়েন নেটনাগরিকরাও।