আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ এপ্রিল: রাজ্য সড়ক অবরোধ করেও দাবি পূরণ হয়নি, বাধ্য হয়ে জাতীয় সড়ক আটকে প্রতীকী আন্দোলন করলেন জলপাইগুড়ির চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায়। দশ মিনিট মানব বন্ধনের মধ্য দিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালেন চাকরিহারারা।
এদিন সকালে চাকরিহারারা শহরের পিডব্লিউডি মোড়ের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দফতরের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন চাকরিহারারা। পুলিশ বাহিনী বাধা দেওয়ায় দফতরে ঢুকতে না পেরে দফতরের সামনে জলপাইগুড়ির অন্যতম ব্যস্ততম সড়ক পিডব্লিউডি মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় আড়াই ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরে বিদ্যালয় পরিদর্শক তাঁদের সঙ্গে এসে কথা বলে স্মারকলিপি গ্রহণ করেন।
ডিআই বালিকা গোলে বলেন, “প্রায় ছয়শো চাকরিহারা হবেন জেলায়। তাঁদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।”
এ দিকে আন্দোলনে অব্যাহত থাকেন তাঁরা। দফতর থেকে বেরিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা একজোট হয়ে রওনা দেন জাতীয় সড়কের উদ্দেশ্যে। পুলিশ বাহিনীর উপস্থিতিতে জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ না করতে পারলেও দশ মিনিট প্রতীকী অবরোধ করেন চাকরিহারারা।
এক চাকরিহারা মেঘনাথ রায় বলেন, “যোগ্য ও অযোগ্যদের আলাদা লিস্ট প্রকাশ্যে আনা হোক। সরকারকে বার্তা দেওয়া হল আন্দোলনের মধ্য দিয়ে।”
আরও এক চাকরিহারা তমালিকা দত্ত বলেন, আমরা যোগ্য। তারপরেও আমাদের বাদ দেওয়া হয়েছে। তার প্রতিবাদেই এই আন্দোলন।”