পার্শ্বশিক্ষকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে রাজ্য: অধীর চৌধুরী

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২২ নভেম্বর:
পার্শ্বশিক্ষকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার এই অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, পার্শ্বশিক্ষকরা সমকাজে সমবেতন চেয়েছেন। আর ভারতবর্ষের বিচার ব্যাবস্থাও সমকাজে সমবেতনের কথা বলেছে। তাই আন্দোলনকারীরা ধর্নায় বসে কোনও অন্যায় করেননি বলে মনে করেন বহরমপুরের সাংসদ।

শিক্ষকদের কথা রাজ্য সরকার সহানুভূতির সঙ্গে শুনতে পারতো, কিন্তু রাজ্য সরকার সেই রাস্তায় হাঁটেনি বলে জানান অধীর চৌধুরী। উল্টে রাজ্য সরকার শিক্ষকদের দমন করছে বলে অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা। রাজ্যর এই দমননীতির জন্য পার্শ্বশিক্ষকদের জীবন আজ বিপন্ন। তাই শিক্ষকদের দাবিদাওয়া অবিলম্বে রাজ্য সরকারকে মানতে অনুরোধ করেন অধীর চৌধুরী। তিনি আরও জানান, একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। তাহলে এখন কেন শিক্ষকদের দাবির কথা ভুলে যাচ্ছেন বলে প্রশ্ন তোলেন বহরমপুরের সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *