বামেদের পর জেএন ইউর ফি বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নামল এবিভিপি-ও

আমাদের ভারত,২২ নভেম্বর: হোস্টেল ফি বৃদ্ধি নিয়ে জে এন ইউর ছাত্রদের প্রতিবাদে উত্তাল হয়েছে দেশ। এবার আন্দোলনকারী বাম ছাত্রদের মতো ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল আর এস এসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। কেন্দ্রের বিরুদ্ধে কড়া আক্রমণ শোনা গেল এই গেরুয়া ছাত্রসংগঠনের সদস্যদের গলায়। তাদের দাবি বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে।

বৃহস্পতিবার মান্ডি হাউস থেকে শুরু শাস্ত্রী হাউসে মাধব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উদ্দেশ্যে এক বিক্ষোভ কর্মসূচি শুরু করে এবিভিপি। যদিও মাঝরাস্তায় তাদের আটকে দেয় পুলিশ।

সেখানে বেশ কয়েকজন ছাত্র কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর পদত্যাগ দাবি করে বসে। যদিও পরের দিন সংগঠনের তরফে জানানো হয় তারা কখনোই মন্ত্রীর ইস্তফা দাবি করছেন না। উত্তেজিত হয়ে কোন সংগঠক ভুল করে মন্ত্রীর পদত্যাগ দাবি করে ফেলেছেন। এমন কোনো দাবি তাদের নেই। তবে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এবিভিপির রাজ্য সচিব সিদ্ধার্থ যাদব বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের অধীনে কাজ করি না। আমাদের উদ্দেশ্য ছাত্রদের স্বার্থ রক্ষা করা। ক্ষমতায় যেই থাকুক না কেন আমরা আমাদের কাজ করে যাব।”

প্রসঙ্গত উল্লেখ্য, হোস্টেল ফি বৃদ্ধি নিয়ে জেএনইউ বিশ্ববিদ্যালয়ের তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে বুধবার শাস্ত্রী ভবনে বৈঠকে যোগ দিয়েছিলেন পড়ুয়ারা। কিন্তু তাতে জট কাটেনি‌ অভিযোগ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে তৈরি তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি শুধুই পড়ুয়াদের কথা শুনেছে এবং নিজেদের প্রস্তাব পেশ করেছে। কোনো সমাধান সূত্র বের করতে পারেনি। দীর্ঘক্ষন বৈঠকের পর বেরিয়ে এসে এমনটাই জানিয়েছিলেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। এক লাফে তিনগুণ বেড়েছে হোস্টেলের ফি। এর ফলে জেএনইউ থেকে শিক্ষা গ্রহণ করা আর যেকোন পড়ুয়ার আয়ত্তের মধ্যে নেই। তা সীমাবদ্ধ হয়েছে মুষ্টিমেয় মানুষের হাতে, যাদের অর্থ রয়েছেব। বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ছাত্র সংসদ আন্দোলন শুরু করে। “শিক্ষার অধিকার সবাইকে দিতে হবে” এই দাবিতে উত্তাল হয় জে এন ইউ। ছাত্ররা সংসদ অভিযান করতে গেলে তাদের উপর দিল্লি পুলিশ লাঠিচার্জ করে। গুরুতর আহত হয় বেশ কয়েকজন ছাত্র ছাত্রী। আন্দোলনের চাপে পড়ে শুধুমাত্র দারিদ্র্যসীমার নিচে থাকা ছাত্র-ছাত্রীদের জন্য বর্ধিত ফি তুলে নেয় কর্তৃপক্ষ। কিন্তু তা মেনে নিতে নারাজ ছাত্র সংসদ ।তারা বলেছেন সকলের জন্য এই বর্ধিত ফিতুলে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *