আমাদের ভারত, ৩ এপ্রিল: “কষ্ট হয় যোগ্যদের জন্য, কিন্তু পুরো অব্যবস্থার জন্য দায়ী রাজ্য সরকার এবং কমিশন।” এসএসসি-তে ২০১৬ সালের শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি যুব মোর্চার সহ সভাপতি তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
বৃহস্পতিবার তিনি লিখেছেন, সিঙ্গল বেঞ্চ আট সহস্রাধিক চাকরি বাতিল করতে বলেছিল। সেটা নিয়ে সুপ্রিম কোর্ট এবং পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার এবং কমিশন।
চাকরি চোরদের বাঁচানোর জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিল রাজ্য সরকার এবং সেখানেই কাল হলো। চাকরি চোরদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিল রাজ্য সরকার।
অন্য সরকারি চাকরিতে যাঁরা ছিলেন, তাঁদের অবশ্য কিছুটা রক্ষা করেছে সুপ্রিম কোর্ট। তিন মাসের মধ্যে তাঁরা যেখানে আগে চাকরি করতেন, সেখানে তাদের ফেরত যাওয়ার অধিকার দিয়েছে।
বিশেষভাবে সক্ষম যাঁরা, তারা নতুন প্রক্রিয়া হওয়া পর্যন্ত মাইনে পাবেন, সেটাও বলেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার এবং কমিশনের অপদার্থতা এবং চরম দুর্নীতির ফলে এটা হল।
প্রাথমিকেও এটাই হবে লিখে রাখুন। ৩২০০০ প্রাথমিক চাকরি টিঁকে আছে শুধুমাত্র ডিভিশন বেঞ্চের স্টে অর্ডারের জন্য। এই রায় ওটার ওপরও প্রভাব ফেলবে।”