আমাদের ভারত, হুগলী, ১৯ মে: মহারাষ্ট্র থেকে এবার শ্রমিক স্পেশাল ট্রেন এলো ডানকুনিতে। সোমবার রাতে পরিযায়ী শ্রমিক ও সেখানে আটকে পড়া মানুষদের নিয়ে ট্রেনটি এসে পৌছয়। স্টেশনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্তারা।
কলকাতা হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া জেলার ৭৬১ জন এদিন নামেন ডানকুনিতে। তার মধ্যে হুগলী জেলার ৩০৬ জন। স্টেশনে নামার পর তাদের শারীরিক পরীক্ষার পর ডানকুনি লোকোমোটিভ কারখানায় সামান্য টিফিন করিয়ে তুলে দেওয়া হয় নির্দিষ্ট জেলার বাসে। বাড়ি ফিরতে পেরে খুশি এই সব আটকে পড়া মানুষ।