লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের প্রতি মনের গভীরে বেশিদিন ক্ষোভ পুষে রাখবেন না। সব কিছু সমস্যা ভুলে সকলের সাথে স্বাভাবিক ভাবে মেলামেশা করুন। ব্যবসার স্বার্থে খরিদ্দার এর সঙ্গে ধারদেনা কিছু করতেই হবে। পারিবারিক দিক শুভ।
বৃষ :–সবকিছু সঠিক সময়ে ঠিক হয়ে যাবে দুশ্চিন্তার কোন কারণ নেই।লকডাউন কেটে গেলে মানসিক দৃঢ়তা নিয়ে কাজ করুন সহকর্মীদের সবসময় সহযোগিতা পাবেন। পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের। ছোটখাটো ব্যবসা বাণিজ্য খুলতে পারেন।
মিথুন :–অন্যের পিছনে ভুল ত্রুটি ধরার চেষ্টা করা থেকে বিরত থাকুন আপনার ভুলগুলো কেউ না কেউ সামনে এনে আপনাকে অপমান করার চেষ্টা করতে পারে। মাছের ভেড়ি বা ফলের বাগান লীজ হিসাবে নিতে পারেন। আর্থিক ক্ষেত্রে চাপ থাকলেও তা সামলে উঠতে পারবেন।
কর্কট :–দুপুরের ঠা ঠা কড়া রোদের মধ্যে আপনার দলের জন্য প্রবলভাবে খাটাখাটনি করতে পারেন সেবা পরম ধর্ম, সাবধান শরীর নিয়ে, সামাজিক দূরত্ব বজায় রাখবেন সঙ্গে জলের বোতল রাখুন। পরিবারের কাছে অনুযোগ শুনতে হতে পারে।
সিংহ :–গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যান তারা সাবধান হবেন আমফান ঝড় আসছে প্রচুর পরিমাণে মৎস্য শিকার করে লাভবান হবেন।সতর্কবার্তা লক্ষ্য রাখুন। পারিবারিক নানা সমস্যা সমাধান হয়ে যাবে। আর্থিক ক্ষেত্র শুভ। আইনি সমস্যা এড়িয়ে চলুন।
কন্যা :–দূরে কোথাও ভ্রমণে বা মধুচন্দ্রিমা যাপনে যাওয়ার জন্য প্রস্তুতি বানচাল করতে পারেন বা সময় টা পরিবর্তন করে নিতে পারেন। প্রবল আশা নিয়ে নতুন ব্যবসা খুলতে পারেন আশার কিছুটা হলেও পূরণ হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি জোরদার করুন একটু মনোযোগী হলেই হবে।
তুলা :–ভোটার কার্ড আধার কার্ডের মতন জরুরী পরিচয় পত্র গুছিয়ে রাখুন নচেৎ সমস্যায় পড়তে পারেন। ভালোবেসে প্রেমিক বা প্রেমিকাকে সমস্ত স্থাবর- অস্থাবর সম্পত্তি উজাড় করে দিতে যাবেন না বিপদে পড়তে পারেন সাবধান হোন। আর্থিক রোজগার ঠিক থাকবে।
বৃশ্চিক :–সন্তানের কর্মযোগ আছে দূরে কোথাও পাঠাতে হতে পারে।সেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকলে বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক উন্নতি ঘটবে। ব্যবসায়ীক দিকে সাফল্য আসবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ দুশ্চিন্তার কোন কারণ নেই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করুন।
ধনু :–মাথা গরম না করে সমস্ত কাজ ধীরেসুস্থে সুন্দর ও নিপুন ভাবে করার চেষ্টা করুন তাড়াহুড়ো করলেই আপনার কাজের ভুল হয়ে যেতে পারে এবং সকলের কাছে আপনি অপমানিত হতে পারেন। সন্তানের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা হতে পারে। নতুন ব্যবসা শুরু করতে পারেন।
মকর :–মানসিক অস্থিরতা কে আস্তে আস্তে দমন করুন, ধীরে সুস্থে কাজ করলে সকল কাজের ক্ষেত্রেই সুফল পাবেন। জমি ভাগ চাষে না দিয়ে শ্রমিক লাগিয়ে চাষ করার চেষ্টা করুন, লাভবান হবেন। ফল ফুলের চাষ যারা করছেন তাদের আর্থিক দিকে উন্নতি ঘটবে।
কুম্ভ :–আইন চিকিৎসা একাউন্টস প্রভৃতি পেশাগত দিকে যারা আছেন তাদের আর্থিক দিক সমৃদ্ধি লাভ করবে। কন্যার বিবাহের সুবন্দোবস্ত করে মানসিক তৃপ্তি ও শান্তি পাবেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্র শুভ পড়াশোনার ব্যাপারে একটু মনোযোগ দিলেই সাফল্য আসবে।
মীন :–আপনার জীবনের সঞ্চিত অর্থ সমাজ কল্যাণে গ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। মান সম্মান যশ বৃদ্ধি পাবে, বৈষয়িক ও পারিবারিক দিক শুভ। শেয়ারবাজারে অর্থলগ্নি করে আর্থিক উন্নতি ঘটাতে পারেন। হঠাৎ প্রাপ্তি যোগ আছে।