আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ জানুয়ারি: নৈহাটী বিধানসভার পাল্লাদহে বৃদ্ধা খুনের ঘটনায় ধৃত বৃদ্ধার জামাই আখের আলি মল্লিক। গত ২৪ জানুয়ারি জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলার বাসিন্দা ৭৯ বছরের বৃদ্ধা ফুলজান বিবির গলা কাটা মৃতদেহ ঘরের মধ্যে থেকে উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে পরিবারের সদস্যদের একে একে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বৃদ্ধার ছোটো জামাই আখের আলি মল্লিককে রবিবার সন্ধ্যেয় গ্রেফতার করেছে।
সোমবার জেটিয়া থানায় ডি সি নর্থ গণেশ বিশ্বাস সাংবাদিক সন্মেলন করে জানান, তদন্তে উঠে এসেছে বৃদ্ধা বিধবা ভাতার এককালীন দশ হাজার টাকা তুলেছিল। সেটা জামাই জানত। যদিও সেই টাকা বৃদ্ধা কোনো প্রতিবেশীর কাছে রেখেছিল। জামাই টাকা চেয়ে ঘটনার রাতে বৃদ্ধার সঙ্গে বচসা করে, এবং আনুমানিক রাত সাড়ে ন’টা থেকে দশটার মধ্যে সে তার শ্বাশুড়িকে খুন করে। পুলিশ আসামি আখের আলি মল্লিককে সাত দিনের হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে।