Barrackpore, Cantonment Board, এলাকার সৌন্দর্যায়নে বেশ কিছু পরিকল্পনা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ মার্চ: ব্যারাকপুর একটি ঐতিহাসিক শহর, যার মধ্যে অন্যতম ইতিহাস বিজড়িত এলাকা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। এখানে শহিদ মঙ্গল পান্ডের স্মৃতি ছড়িয়ে রয়েছে। সেই সঙ্গে আছে মঙ্গল পান্ডে পার্ক, ব্রিটিশ আমলের সেনা ছাউনি, শম্ভু নাথ মন্দির থেকে সুরেন্দ্র নাথ কলেজ, পুলিশ
অ্যাকাডেমির মত ঐতিহাসিক জায়গা। তাই এই সমস্ত গৌরবোজ্জ্বল ইতিহাসকে আরো বেশি সমৃদ্ধ করতে এবং তা সকলের সামনে আরো বেশি করে তুলে ধরতে, এলাকার সৌন্দর্যায়নে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড। সেই পরিকল্পনা মাফিক ব্যারাকপুর ক্যান্টনমেন্টের অন্তর্গত বিভিন্ন ঐতিহাসিক জায়গাকে আরো বেশি গুরুত্ব দিয়ে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ চলছে। ২৫০ বছরের পুরনো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তরফ থেকে ক্যান্টনমেন্ট বোর্ডের অন্তর্গত শম্ভুনাথ মন্দির সংলগ্ন ব্যারাকপুর মিডিল রোড এলাকায় উদ্বোধন করা হলো অর্জুন চক- এর। এই চকের মাধ্যমে এই এলাকার বাসিন্দাদের মত এই এলাকায় ঘুরতে আসা ব্যক্তিরা এখানকার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য অনেকাংশে জানতে পারবেন।

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর ক্যান্টনমেন্ট বোর্ডের এই পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে বলেন যে, ব্যারাকপুরের সমৃদ্ধশালী ইতিহাস সকলের সামনে তুলে ধরতেই এমন সব উদ্যোগ নেওয়া হচ্ছে। আর সকলকে অনুরোধ, তারা যেন ব্যারাকপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *