আমাদের ভারত, কলকাতা, ২০ মার্চ: মেয়ের মৃত্যুর প্রায় আট মাসের মাথায় অবশেষ ডেথ সার্টিফিকেট হাতে পেলেন আরজিকরের নিহত তরুণী চিকিৎসক (অভয়া) – এর বাবা-মা। বুধবার সন্ধ্যায় সেই ডেথ সার্টিফিকেট তাদের হাতে তুলে দেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। স্বাস্থ্য সচিবের সঙ্গে ছিলেন আরজিকর মেডিকেল কলেজের এমএসভিপি অধ্যাপক সপ্তর্ষি চ্যাটার্জি। পাশাপাশি ভবিষ্যতে অন্য কোনো সার্টিফিকেট দরকার হলেও তাও ওই কলেজের এমএসভিপি’র থেকে পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন নিগম।
পরে অভয়ার বাবা জানান, ‘আমার মেয়ের অরিজিনাল ডেথ সার্টিফিকেটের কপিটা আজ দিয়ে গেল। তিনি এটাও বলে গেলেন, পরবর্তী কালে অন্য কপি দরকার হলে আর জি কর মেডিকেল কলেজের এমএসভিপি দিয়ে দেবে। আমাদের কাছে সার্টিফিকেট- এর লিংকও এসেছে, সেখান থেকেও আমরা প্রিন্ট আউট বের করে নিতে পারব।’ যদিও অভয়ার বাবার দাবি, ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য কোনরকম নথি তারা জমা দেননি। তার পরেও এদিন বিকেলে হঠাৎ করে অনলাইনে সেই ডেথ সার্টিফিকেট আপলোড করা হয় এবং এমএসভিপি ফোন করে সেটি জানিয়ে দেন বাবা-মাকে। স্বাভাবিকভাবেই তারা কিছুটা বিস্মিত হন।
তিনি জানান ‘গত বছরের সেপটেম্বরে ফোনে চেষ্টা করছিলাম, চলতি মাসের ৩১ জানুয়ারি আমরা লিখিত দিই। এরপর থেকেই গত কয়েক মাস ধরে কখনো আর জি কর, কখনো কলকাতা পৌরসভার বোরো অফিস, কখনো স্বাস্থ্য ভবন দৌড়াদৌড়ি করছিলাম। বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য ঘোরা আমার জন্য কতটা কষ্টকর সেটা আমরাই জানি। তারপরও সেটা হাতে পাওয়ায় আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
সার্টিফিকেট হাতে পাওয়ার পর দেখলাম যা চেয়েছিলাম সেটাই ডেথ সার্টিফিকেটে উল্লেখ আছে। যদিও এত দেরিতে ডেথ সার্টিফিকেট পাওয়ার কারণ জানতে চাইলে স্বাস্থ্য সচিব সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।