আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: পাঁচটি সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে পশ্চিমবঙ্গের ছয় বিজেপি প্রতিনিধির নাম ঘোষণা করা হয়েছে।
এঁদের মধ্যে আছেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (শিক্ষা-মহিলা-শিশু-যুব- ক্রীড়া বিষয়ক কমিটি), রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার (প্রতিরক্ষা), জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় (অর্থ), রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (স্বরাষ্ট্র-বিষয়ক) এবং মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু (রেলওয়ে)।
শুক্রবার বিজেপি-র মিডিয়া গ্রুপে এখবর জানানো হয়েছে।