হালিশহরে দলীয় কর্মী খুনের বদলা হবেই” হুংকার বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়ের

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১২ ডিসেম্বর:
হালিশহরে দলীয় কর্মী খুনের ঘটনায় বদলার কথা বললেন বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়। শনিবার গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি চলাকালীন তৃণমূল কর্মীদের মারে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। এমনটাই অভিযোগ মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এই খুনের বদলা হবেই।

হালিশহরে ৬ নম্বর ওয়ার্ডে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি চলছিল। কর্মসূচি চলার সময় সৈকত ভাওয়াল নামে এক স্থানীয় বিজেপি কর্মীর উপর চড়াও হয় তৃণমূল সমর্থকরা। প্রথমে সামান্য কথা কাটাকাটি, তারপর সৈকত ভাওয়ালের উপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় তৃণমূল সর্মথকরা বলে অভিযোগ বিজেপি বিধায়কের। তৃণমূলের মারের কারণেই ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। রাজ্যের শাসকদলের দুষ্কৃতীদের হামলায় আরও পাঁচজন বিজেপি কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে দাবি করেন শুভ্রাংশু রায়।

বীজপুরে বিজেপি বিধায়ক রাজ্যের শাসকদলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ নিয়ে বলেন, এই ঘটনার বদলা হবেই। আমি কখনোই খুনের বদলা পাল্টা খুন বলতে পারবো না। কোনও মায়ের কোল খালি করার কথাও আমার পক্ষে বলা সম্ভব নয়। তাই বলে বদলা নেব না এটাও হয় না বলে জানান শুভ্রাংশু রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *