Shuvendu, Mamata মমতার বিরুদ্ধে সরব হওয়ায় সন্ন্যাসীদের কৃতজ্ঞতা শুভেন্দুর

আমাদের ভারত, কলকাতা, ২০ মে: নির্বাচনী সভায় কার্তিক মহারাজ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে মহারাজ এবং বিভিন্ন সংগঠনের তরফে প্রতিক্রিয়া এসেছে; তাতে সন্ন্যাসীদের কৃতজ্ঞতা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সনাতন ধর্মের এবং এর তত্ত্বাবধায়কদের সন্ন্যাসীদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাঁদের আওয়াজ তোলার জন্য আমি পবিত্র সন্ন্যাসীদের এবং সন্ন্যাসীদের সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শ্রদ্ধেয় এবং পবিত্র স্বামী প্রদীপ্তানন্দ জি (কার্তিক মহারাজ) কে আমার প্রণাম। সত্য ও সনাতনীদের জয় চিরকাল।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রবিবার রাজ্যে ভোটের প্রচারে এসে এই নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন। পুরুলিয়া এবং বিষ্ণুপুরের জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধুসন্তদের অপমান করার অভিযোগ তুলে সরব হন তিনি। বিষ্ণুপুরের সভা থেকে মোদী বলেছিলেন, ‘‘তৃণমূল সাধুসন্তদের গালিগালাজ করছে। ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘ বিভিন্ন বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাকে গৌরবান্বিত করেছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলছেন, সাধুরা এবং এই সংগঠনগুলি দেশকে নষ্ট করছে। আমার অভিযোগ, এখানকার মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থীদের চাপে ভোট পেতে আমাদের সাধুদের এবং মহান সংগঠনগুলিকে গালিগালাজ করছেন। বদনাম করছেন। হিন্দুদের ভাগীরথীতে ডুবিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক ভেবেচিন্তে এই কথা বলানো হয়েছিল। ভোটব্যাঙ্কের জন্য সাধুদের অপমান করা হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *