আমাদের ভারত, ১০ মে: “চিটিংবাজ, ফেরেববাজ, বাটপার, তোলামূল দল বুঝে গেছে যে এই নির্বাচনে ভরাডুবি আসন্ন, তাই এবার শেষ সম্বল মিথ্যাচারের আশ্রয় নেওয়া।” শুক্রবার এক্স হ্যান্ডলে এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
লক্ষ্মীর ভাণ্ডারের ছবি-সহ তৃণমূলের তরফে দেওয়া একটি পোস্টারে বিজেপি নেত্রীর উদ্ধৃতি হিসাবে লেখা হয়েছে, ‘বিজেপি ৩৫টা আসনে জয়ী হলে আগামী তিন মাসে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করা হবে’। সঙ্গে তৃণমূলের তরফে বার্তা দেওয়া হয়েছে, “এই লড়াই আপনার অধিকারের লড়াই। ভেবে চিনতে ভোট দিন।”
এই পোস্টারের ওপর ‘ফেক’ ছাপ মারা ছবি যুক্ত করে তিনি লিখেছেন, “ঠগবাজ আই প্যাক-এর মস্তিষ্ক প্রসূত এই প্রচার সামগ্রীর উদ্দেশ্য হলো, মা বোনদের মনে ভয়ের সঞ্চার করা। আমি পশ্চিমবঙ্গের সকল মা বোনদের আশ্বস্ত করতে চাই, বিজেপি ক্ষমতায় আসলে ৩০০০ টাকা করে পাবেন।
পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের অনুরোধ করবো, আপনারা সতর্ক থাকুন ও এই মিথ্যে অপপ্রচার রুখে দিন। আজ পূর্বস্থলী উত্তর বিধানসভায় এই পোস্টার বিলি করছে, আগামী দিনে সারা রাজ্যে করবে। সমস্ত সচেতন নাগরিক এই মিথ্যাচারের বিরুদ্ধে সরব হোন।”