আমাদের ভারত, ১৭ মে: মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় বড় দাবি করল হিন্দু পক্ষের আইনজীবী। তাঁর দাবি, বিতর্কিত জমি যে মুসলিম পক্ষের তার স্বপক্ষে কোন কাগজ এখনো পর্যন্ত দেখাতে পারেনি সুন্নি ওয়াকফ বোর্ড বা মসজিদ কমিটি।
একইসঙ্গে হিন্দু পক্ষের আইনজীবী একথাও জানিয়েছেন যে, ওয়াকফ বোর্ড ও মসজিদ কমিটির নামে কোন বিদ্যুতের সংযোগও নেই। তাঁর অভিযোগ, ওরা বেআইনিভাবে বিদ্যুৎ নিয়েছে। সেই কারণেই ওদের বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরের তরফে একটি এফআইআর’ও দায়ের করা হয়েছে।
মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি লাগোয়া শাহী ইদগাহকে সরিয়ে দেওয়ার জন্য মামলা চলছে এলাহাবাদ হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হিন্দু পক্ষের আইনজীবী এই দুটি দাবি করেছেন।
প্রসঙ্গত, বিতর্কিত জমিটিতে স্থিতাবস্থা বজায় রাখার আবেদন জানিয়ে বিচারপতি মায়াঙ্ক কুমার জৈনের এজলাসে হলফনামা জমা করেছে মুসলিম পক্ষ। তার বিরোধিতা করে শাহী ইদগাহ ঐ বিতর্কিত জমি থেকে সরানোর দাবি জানানো হয়েছে হিন্দু পক্ষের তরফে। বৃহস্পতিবারই মামলার শুনানির পর আগামী ২০ মে ফের শুনানির দিন ধার্য করেছে আদালত। হিন্দু পক্ষের তরফে বুধবার দাবি করা হয়, ১৯৬৮ সালে দু’পক্ষের মধ্যে বিতর্কিত জমি নিয়ে যে সমঝোতার কথা বলছে সুন্নি ওয়াকফ বোর্ড ও মসজিদ কমিটি তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, ওই সম্পত্তিতে হাজার বছরেরও বেশি সময় ধরে দেবতা কাটরা কেশব দেওর নামে রয়েছে। ১৬ শতাব্দীতে ভগবান কৃষ্ণের জন্মভূমি ধ্বংস করে দিয়ে সেখানে ইদগাহ হিসেবে একটি চাবুতারা বা মঞ্চ তৈরি করা হয়।
অন্যদিকে মুসলিম পক্ষের তরফে আইনজীবী তাসলিমা আজিজ আহমেদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবারের শুনানিতে অংশ নিয়ে জানান, ১৯৬৮ সালের ১২ অক্টোবর দু’পক্ষ এই বিতর্কিত জমি নিয়ে সমঝোতা করেছিল। যা মামলার মাধ্যমে সুনিশ্চিত করা হয়। যদি ওই সমঝোতা না মানা হতো তাহলে তিন বছরের মধ্যেই মামলা করতে পারতো হিন্দু পক্ষ। কিন্তু সেটা তারা সেই সময় করেনি।