আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ মে: হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই ব্যারাকপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। তার আগে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল, বিজেপি, বাম সকলেই। প্রধান মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর পর আবারো প্রার্থীর প্রচারে এলেন হেভি ওয়েট নেতা। ব্যারাকপুরের দলীয় প্রার্থী অর্জুন সিংকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে বৃহস্পতিবার বিকেলে রোড শো করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি দলীয় প্রার্থীকে পাশে নিয়ে পলতা বাস স্ট্যান্ড থেকে রোড শো শুরু করেন। এরপর ঘোষপাড়া রোড ধরে লালকুঠি, ব্যারাকপুর স্টেশন হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে চিড়িয়া মোড়ে রোড শো শেষ করেন।
বর্ণাঢ্য মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, গতবার অর্জুন সিং ১৪ হাজার ভোটে জিতেছিলেন। এবার ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করে অর্জুন সিং দিল্লি যাবেন। রাজ্য সভাপতির দাবি, অভিষেক বন্দোপাধ্যায় এখন বড় বড় কথা বলছেন। ভোটের ফলাফল বেরোলে ওনার মুখ দিয়ে আওয়াজ বের হবে না। তাছাড়া পশ্চিম বাংলায় কেন্দ্রীয় এজেন্সির নিশানায় অনেক ধেঁরে ইঁদুর আছে। তার মধ্যে একটা মোটাসোটা ইঁদুর জেলে যাবে। তাঁর কথায়, বাংলায় তৃণমূল সরকার আর থাকবে না। শিঘ্রই বিদায় নেবে।