আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ মার্চ: শুক্রবার সকালে খড়গপুর শহর সংলগ্ন কলকাতা-মুম্বাই ছয় নম্বর জাতীয় সড়কে একটি ট্যাঙ্কার চাপা দিয়ে দিল দোকান সহ দোকানদারকে। মৃতের নাম সোমনাথ খিলাড়ি (পঁয়তাল্লিশ)।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল দশটা নাগাদ ছ’নম্বর জাতীয় সড়কের পাশে রেশমি মেটালিক কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ডের দিক থেকে আসা কেমিক্যাল ভর্তি একটি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে উল্টে যায়। দোকানে সেই সময় খদ্দের সামলাচ্ছিলেন দোকানদার সোমনাথ বাবু। খদ্দেররা দোকানের ভেতরে থাকায় তারা রক্ষা পেয়ে যান। কেমিক্যাল বোঝাই ট্যাংকারটির পিছনের চাকা ফেটে যাওয়ার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানের উপর উল্টে যায়। দোকান সহ ট্যাঙ্কারের তলায় চাপা পড়ে মারা যান সোমনাথ বাবু।