আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ মার্চ: ভর সন্ধ্যায় কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডে বেলঘরিয়ার চৌধুরী পাড়ায় শুট আউট এর ঘটনায় উত্তেজনা ছড়ালো। ঘটনায় গুরুতর জখম বিকাশ সিং নামে এক তৃণমূল কর্মী ও এক সাধারণ মানুষ।
এদিন সন্ধ্যায় আগরপাড়ার এক নম্বর আজাদ হিন্দ নগর থেকে এক দম্পতি ডাক্তার দেখানোর জন্য কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়ায় আসেন। তারা ডাক্তারখানার পাশেই একটি চায়ের দোকানে দাড়িয়ে চা খাচ্ছিলেন। অভিযোগ সেই সময় দুইজন বাইক আরোহী আচমকাই ৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তিন রাউন্ড গুলির মধ্যে একটি গুলি লাগে দম্পতির স্বামী সন্তু দাসের কোমরে। অপর একটি লাগে বিকাশ সিং এর দেহে। এরপর স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আশঙ্কা জনক অবস্থায় ভর্তি রয়েছে বিকাশ সিং। তবে এখনো পাওয়া খবর অনুযায়ী আহত সাধারণ ব্যক্তির কোমর ছুঁয়ে গুলি চলে গেছে, তার অবস্থা স্থিতিশীল।
ঘটনার খবর পেয়ে সেখানে আসে কামারহাটি ও বেলঘড়িয়া থানার পুলিশ। ঘটনার পর আতঙ্কে সাধারণ মানুষ। যদিও গুলি চালানোর পিছনে কি কারণ রয়েছে তা এখনো অজানা। তবে প্রাথমিক অনুমান তৃণমূল কর্মী বিকাশ সিং কে মারতেই এই গুলি চালনার ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।