পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল: ফের গুলি চললো খড়্গপুরে। সোমবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত ৩১ নম্বর ওয়ার্ডের আইমা এলাকায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নারায়ণ রাও নামে এক ব্যক্তি। তিনি একজন স্ক্রাপ ব্যবসায়ী বলে জানা গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই ব্যক্তি রেলের স্ক্রাপ লিফটিং- এর কাজ করেন। দোকান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ দুই দুষ্কৃতী বাইকে চেপে আসে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই ঘটনায় নারায়ণ রাওয়ের ডান পায়ে ছটি গুলি লাগে এবং বাঁ পায়ে তিনটে গুলি লাগে বলে জানা গিয়েছে। তৎক্ষণাৎ বাইক থেকে পড়ে যান ওই ব্যক্তি। এই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।
এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ আধিকারিকরা।