Agnimitra Pal, CM, SSC, এসএসসি দুর্নীতি কান্ডে মুখ্যমন্ত্রীকে তদন্তে আওতায় আনার দাবি অগ্নিমিত্রা পালের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল: এসএসসি দুর্নীতি কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনার দাবি জানালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি তৃণমূল নেতা এবং প্রতিনিধিদের, যাদের টাকা দেওয়া হয়েছিল তাদের বাড়ি ঘেরাও করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন।

সোমবার হাইকোর্ট রায় দিয়েছে, ২০১৬-এর এসএসসি পরীক্ষায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের। এর সঙ্গে রায় দিয়েছে তাদের বেতনের সব টাকা সুদ সমেত মিটিয়ে দিতে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে ফের নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এই নিয়ে এবার তৃণমূল নেতা, মুখ্যমন্ত্রী এবং তৃণমূল প্রতিনিধিদের বিরুদ্ধে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন বড়বাজারে জনসংযোগ কর্মসূচিতে এসেছিলেন এই বিজেপি প্রার্থী। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ”যাদের চাকরি গিয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তাদেরকে এবার বলবো যাদেরকে, বা যে যে তৃণমূল নেতাদের আপনারা টাকা দিয়েছেন, তাদের বাড়ি ঘেরাও করুন। প্রয়োজনে থানায় গিয়ে সেই সব প্রতিনিধির নামে অভিযোগ করুন আপনারা। এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, আমি চাইবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রও তদন্ত করা উচিত। কারণ এসএসসি দুর্নীতির টাকা পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল নেতা প্রতিনিধিদের হয়ে গিয়েছে কালীঘাটে। তাই মূল টাকার মালিক খোদ মুখ্যমন্ত্রী খোদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *