Shobhan, Kunal’s, শোভনের ‘ঘরে ফেরা’ নিয়ে ফের রটনা, তোপ নেটনাগরিকদের একাংশের, মন্তব্য কুণালেরও

আমাদের ভারত, ৬ জুলাই: রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের ফের তৃণমূলে ফিরে আসার জল্পনায় রোষ উগরে দিলেন নেটনাগরিকদের একাংশ। মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও।

গত বিধানসভা নির্বাচনের আগেই শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী বিজেপি-তে যোগ দিয়েছিলেন। কিন্তু ওই ভোটে দাবিমতো কেন্দ্রের প্রার্থী হতে না পেরে তাঁরা দু’জন বিজেপি-র সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেন। এর পর থেকে দু’জনেই নানাভাবে চেষ্টা করছেন তৃণমূলে ঢোকার। সম্প্রতি শোভনের তৃণমূলে ফেরার সম্ভাবনার কথা বাতাসে ভাসছে।

এ ব্যাপারে প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ সংবাদমাধ্যমে বলেন, “এ ব্যাপারে কিছু বলার এক্তিয়ার নেই আমার। শোভন তো তৃণমূলের বৃত্তেই আছেন। আমি যতটা বুঝি, ওঁকে দিদি ভাইয়ের মতো দেখেন। উনি দিদিকে দিদির মতো দেখেন। তবে তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের।”

বিনয় মণ্ডল লিখেছেন, “চোরে চোরে মাসতুতো ভাই-দিদি।” ভাস্কর ভট্টাচার্য লিখেছেন, “চোরগুলো সংঘবদ্ধ হচ্ছে।” অভ্রজিৎ চৌধুরী লিখেছেন, “দিদির মাথাটা আবার খারাপ হয়েছে। এদের ছাড়া কি দল চলছে না। এতো বড় নেতা না এলে বাংলায় ফল খারাপ হবে।” অভিরূপ ভট্টাচার্য লিখেছেন, “চোর, জেলখাটা আসামী।”

মৃণাল পাল লিখেছেন, “এখন রাজনীতি শুধুমাত্র নৈতিকতার কিংবা সামাজিক দায়বদ্ধতার নয়।” অশোকা ঠাকুর লিখেছেন, “কুণাল ঘোষ, শোভন, বৈশাখী, বাবুল সবার অবস্থা তাপস পাল, মুকুল রায় এর মতো করে দেবে দিদিমণি।” বিনয় মণ্ডল লিখেছেন, “সবই এক ঘরানার মাল। সবগুলোই চোর। সবগুলোই তোলাবাজ। সবগুলোই সমাজ বিরোধী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *