Shivshakti High School, memorandum, ক্লাবের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ, প্রয়োজনীয় ব্যবস্থার দাবিতে জেলা শাসককে স্মারকলিপি কেশপুরের শিবশক্তি হাই স্কুল কর্তৃপক্ষের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: বিদ্যালয় চত্বরে রয়েছে খেলার মাঠ। সেই মাঠ দখল করার অভিযোগ উঠলো স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা শাসকের দফতরে স্মারকলিপি জমা দিল স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে সোমবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের গোটগেড়্যা এলাকায়।

ওই এলাকায় গোটগেড়্যা শিবশক্তি হাই স্কুল রয়েছে। সেই স্কুলের নিজস্ব মাঠও রয়েছে। সেখানেই খেলাধুলা করে ছাত্রছাত্রীরা। তবে বিকেল বেলায় স্থানীয় একটি ক্লাবের ছেলেরাও ওই মাঠে খেলাধুলা করে বলে জানা গিয়েছে। ওই মাঠ প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়। মাঠের চারপাশে বৃক্ষরোপন করে স্কুল কর্তৃপক্ষ। ফলে খেলার মাঠের আয়তন ছোট হয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয় ক্লাবের সদস্যদের। এই নিয়ে বচসার সৃষ্টি হয় তাদের মধ্যে। সোমবার সকালে স্কুলের ভেতরে ঢুকে নতুন করে গোলপোস্ট বসানোর অভিযোগ ওঠে ক্লাবের বিরুদ্ধে।

স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বিদ্যালয়ের খেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরা। বাইরের একটি ক্লাবের সদস্যরা প্রাচীর ডিঙিয়ে মাঠে গোলপোস্ট বসায়। বিদ্যালয় চলাকালীন শিক্ষক ও ছাত্ররা বাধা দিলে তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। স্কুল কর্তৃপক্ষের আরো অভিযোগ, সন্ধে হলেই ওই মাঠে তাসের আড্ডা এবং মদ্যপানের আসর বসে। মাঠের মধ্যেই ফেলা হয় মদের বোতল। ওই মাঠ বিদ্যালয় যাতে নিজের মতো করে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দিল বিদ্যালয় পরিচালন সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *