পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: কমিউনিটি হেলথ গাইড (সি এইচ জি) ও ট্রেন্ড দাই(টি ডি) প্রায় ৪০ বছর আগে স্বাস্থ্য দপ্তরের কর্মী হিসাবে নিয়োগ হয়। এরা প্রায় আশা কর্মীদের মতই পরিষেবা দিত। তখন সাম্মানিক দেওয়া হতো মাসে ৫০ টাকা। বর্তমানে সিএইচজি’রা সাম্মানিক পায় মাসে ৪০০ টাকা, টিডি’রা মাসে ৫৫০ টাকা। বর্তমানে এরা অনেকে মারা গেছে, অনেকে অথর্ব হয়ে পড়েছে, অনেকে এখনও কর্মরত।
ইতিমধ্যে সরকার আশা, আইসিডিএস, মিড ডে মিল কর্মীদের টার্মিনাল বেনিফিট পাঁচ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন (আদেশ নম্বর 1219- F(H)/FA/ N/2 2 M/18/24( NB ) dated 7l03)2024) সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও পাঁচ লাখ করে টাকা দেওয়ার কথা বলেছেন। এই দাবিতে ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়নের নেতৃত্বে প্রায় শতাধিক সিএইচজি ও টিডি’রা স্বাস্থ্য দপ্তরে স্মারকলিপি দেন। স্মাারকলিপি গ্রহণ করেন সিএমওএইচ ডাক্তার বিভাস রায়। ডেপুটেশনে নেতৃত্ব দেন রোহিনি মাইতি, নিমাই চন্দ্র দাস, নিয়তি মাইতি, মধুসূদন বেরা ও সমরেন্দ্র মাজী।