আমাদের ভারত, ১০ মার্চ: ছায়াছবিতে শত্রুঘ্ন সিনহার ধর্ষণের একটি দৃশ্য যুক্ত করে তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
অমিতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “আসানসোলের টিএমসি প্রার্থী শত্রুঘ্ন সিনহার সাথে দেখা করুন। তৃণমূল বাস্তবে শাহজাহান শেখের মত এবং রিল লাইফে ধর্ষকপূর্ণ। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নারী ক্ষমতায়ন পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাকে যোগ দিতে বলেননি। এতে আমি বিস্মিত।