Amit Malviya, Mamata, ‘outsider’, মমতাকে তাঁর ‘বহিরাগত’ তত্ব নিয়ে এক্স হ্যান্ডলে কটাক্ষ অমিত মালব্যর

আমাদের ভারত, ১০ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর ‘বহিরাগত’ তত্ব নিয়ে কটাক্ষ করলেন বিজেপির পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।

রবিবার অমিতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “টিএমসি-র বহরমপুর প্রার্থী ইউসুফ পাঠান, গুজরাটের বরোদার না পশ্চিমবঙ্গের? মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের ‘বহিরাগত’ বলে ডাকেন, তৃণমূলের সেই তালিকা পূর্ণ। তাঁর বিভাজনমূলক রাজনীতির জন্য লজ্জা। ওই নীতি পশ্চিমবঙ্গকে পিছনে টেনে রেখেছে।”

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়, অনেকবার ভিন রাজ্যের প্রতিনিধিদের ‘বহিরাগত’ বলে তোপ দেগেছেন। বুধবারই এক সভায় তিনি সমবেতদের “বহিরাগত জমিদারদের” বলে সতর্ক করে দেন। এর আগে, গত জানুয়ারি মাসে আলিপুরদুয়ারে এক জনসভার মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ দাগতে জনতার উদ্দেশে তিনি বলেন, “বহিরাগতদের নিয়ে এসে আপনাদের মাথাটা খাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *