আমাদের ভারত, ১০ মার্চ: পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিজেপি সমর্থকদের ওপর মারধরের অভিযোগ উঠেছে। এইসব ঘটনার প্রতিবাদ করা হয়েছে দলের তরফে।
দলের মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করা হয়েছে, বজবজে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের দ্বারা উপকৃত সাধারণ মানুষদের সমাবেশ এবং বিজেপির নির্বাচনী প্রচারের সময় রবিবার বিজেপি সমর্থকদের ওপর বর্বরচিত হামলা করেছে তৃণমূল।
এ ছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারের অংশ হওয়ার জন্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার শীলাখালি বাজারে দুই বিজেপি সমর্থককে ভয়ংকর ভাবে আক্রমণ করা হয়।
এ ছাড়াও, বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, “হুগলির চুঁচুড়া থেকে সাম্প্রদায়িক হিংসার খবর পাওয়া গেছে। রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা দেখেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসেন, সেই নবান্ন থেকে সংঘর্ষের স্থান খুব বেশি দূরে নয়। জনসংখ্যাগত মানচিত্রের পরিবর্তন, বিশেষ করে কলকাতা এবং এর আশেপাশে, পশ্চিমবঙ্গকে একটি বিপজ্জনক স্থানে পরিণত করেছে।”